Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কাঙ্গালীভোজ, খতমে কোরআন ও দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হল হবিগঞ্জ আওয়ামী লীগের মাস ব্যাপি শোকের কর্মসূচি

স্টাফ রিপোর্টার ॥ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদৎবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য হবিগঞ্জ শহরের ৩২টি মসজিদের ইমাম কোরআন খতম করেছেন। এই কোরআন খতম, কাঙ্গালী ভোজ আর দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ হয়েছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের মাসব্যাপি শোক কর্মসূচি। মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে কোরআন খতম শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সজিব আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও মেয়র আতাউর রহমান সেলিম। পরে মিলাদ পরিচালনা করেন চৌধুরী বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মজিদ পিরিজপুরী। দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। মঞ্চে ৩২জন ইমাম উপস্থিত ছিলেন।
পরে অনামিকা কমিউনিটি সেন্টারে স্বাস্থ্যবিধি কাঙ্গালীভোজে ১ হাজার ২শজনকে আপ্যায়ন করা হয়। ১ আগস্ট থেকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সহযোগী সংগঠন ও বিভিন্ন ইউনিটের মাধ্যমে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়।