Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ পৌরসভা

স্টাফ রিপোর্টার ॥ ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র ছাত্রী, তাদের অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল সোমবার শহরের কিবরিয়া পৌর মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেয়র আলহাজ্ব জি কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজ অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ জাহান আরা খাতুন ও জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধনা কমিটির আহবায়ক কাউন্সিল সালমা আক্তার চৌধুরী। পরিচালনা করেন পৌর সচিব নুরে আজম বিন আক্তার। এতে পৌর এলাকার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭০ জন এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রী, তাদের অভিভাবক ও সংশ্লিস্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রেষ্ট ও উপহার সামগ্রী বিতরন করা হয়।
সভায় জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেন- আজকের মেধাবী ছাত্রছাত্রীদেরকে এ দেশের ভবিষ্যত হাতছানি দিয়ে ডাকছে। তাই তাদেরকে ভাল রেজাল্ট করার পাশাপাশি সর্বক্ষেত্রে প্রকৃত মেধা অর্জন করতে হবে।
মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন- আমি এবং আমার পরিষদ দায়িত্ব নেয়ার পর চেষ্টা করেছি গতানুগতিক ধারা থেকে বেড়িয়ে এসে জনসেবার মান বৃদ্ধি করার। এরই ধারাবাহিকতায় কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করেছি। তিনি বলেন- হবিগঞ্জ পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতি বছর ছাত্র ছাত্রীরা কৃতিত্বপূর্ণ ফলাফল করছে। এই ছাত্র ছাত্রীদেরকে প্রতি বছর হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সংবর্ধণা দেয়া শুরু করেছি। পাশাপাশি অভিভাবক ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদেরকেও প্রতি বছর সংবর্ধণা দেয়া হচ্ছে।