Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজ বিশিষ্ট কবি ফখরউদ্দিন ঠাকুর এর ৯ম মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিশিষ্ট কবি ফখরউদ্দিন ঠাকুরের ৯ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে মিলাদ-মাহফিল, কোরআনখানী ও ‘ফখরউদ্দিন ঠাকুর স্মৃতি পরিষদ’-এর পক্ষ থেকে স্মারক বক্তৃতামালার আয়োজন করা হয়েছে। আজ সোমবার বিকাল ৬টায় রাজনগরস্থ ইসলামিয়া এতিমখানায় কোরআনখানী ও মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া রাজনগর কবরস্থান মসজিদ ও হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ মসজিদে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘কবি ফখরউদ্দিন ঠাকুর স্মারক বক্তৃতামালা’। সকল অনুষ্ঠানে প্রয়াত কবির আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সুধী সমাজকে অংশগ্রহণের জন্য আহবান জানিয়েছেন কবিপতœী ডাঃ সায়েরা চৌধুরী এবং কবি ফখরউদ্দিন ঠাকুর স্মৃতি পরিষদ।
উল্লেখ্য, কবি ফখরউদ্দিন ঠাকুর ১৯৪৪ সালের ৩০ নভেম্বর বানিয়াচঙ্গের এক বিশিষ্ট পরিবারে জন্মগ্রহণ করেন। তার শিক্ষাজীবন সমাপ্ত হয় ইংল্যান্ডে। সেখানে থাকা অবস্থায়ই তার লেখালেখির শুরু হয়। পরবর্তীতে দেশে ফেরার পরও তার লেখালেখি চলতে থাকে। নিভৃতচারী এ কবি ইংরেজী ভাষায় অজস্র কবিতা রচনা করেছেন। ২০০০ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘দ্য ভয়েজ অব দ্য ইস্ট এন্ড দ্য ওয়েস্ট’ প্রকাশিত হয়।