Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচি ও অ্যাডভোকেসি ফর সোস্যাল চেইঞ্জ এর উদ্যোগে মতবিনিময় সভা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নিরাপদ সড়ক আমাদের অধিকার’ বাস্তবায়নে চাই অঙ্গীকার, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচি ও অ্যাডভোকেসি ফর সোস্যাল চেইঞ্জ এর উদ্যোগে গতকাল রবিবার সকালে নবীগঞ্জ উপজেলা হলরুমে স্থানীয় জনপ্রতিনিধি, সুশিল সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজনকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ ফিরোজ ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, ব্র্যাক প্রধান কার্যালয়ের ম্যানেজার প্রামোটিং সেফ রোড কোডের প্রধান মোঃ মশিউর রহমান, প্রধান কার্যালয়ের সিং ম্যানেজার পাওয়ার পয়েন্ট উপস্থাপক সুবর্ণ দাউদ তোহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান চৌধুরী, আনসার ভিডিপি কর্মকর্তা আঃ রাজ্জাক, ওসি মোঃ লিয়াকত আলী, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম এ আহমদ আজাদ, যুগ্ম সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, শ্রমিক সমিতির সভাপতি ইয়াওর মিয়া, মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন, শ্রমিকনেতা মিন্টু চৌধুরী, রনজিত সরকার প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এম এ মুনিম চৌধুরী বাবু এমপি বলেন, একটা দুর্ঘটনা হতে পারে সারা জীবনের জন্য কান্না’ আমরা দুর্ঘটনায় আর কোন প্রাণ হারাতে চাই না। সড়ক নিরাপত্তায় সব সমস্যা কারো একার পক্ষে সমাধা করা সম্ভব নয়, তাই সবাইকে ঐক্যবদ্ধ হলে সড়ক দুর্ঘটনা অনেকটা রোধ করা যাবে।