Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান ॥ সচেতনা বৃদ্ধি করে মা-শিশু মৃত্যুর হার কমাতে হবে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহান বলেছেন-সরকার, জনপ্রতিনিধি ও এনজিওসহ সকলে এক সাথে কাজ করে মা ও শিশু মৃত্যুর হার কমাতে হবে। মা ও শিশু মৃত্যু সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহীতার মাধ্যমে আপামর জনসাধারণের সেবা নিশ্চিত করতে হবে। গতকাল রোববার সকালে কমিউনিটি মবিলাইজেশন কার্যক্রম সীমান্তিক’র নতুন দিন কার্যক্রমের এডভোকেসী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে এবং সীমান্তিক নতুন দিন কার্যক্রমের জেলার টিম লিডার সৈয়দ আবু ইউসুফের সঞ্চালনে অন্যান্যদের মধ্যে বক্তব্য ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রজেক্ট ম্যানেজার এমদাদ হোসেন, উপজেলা পঃ পঃ কর্মকর্তা আকিবউদ্দিন, নির্বাচন অফিসার শহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সামসুল ইসলাম মামুন, মীর খুরশেদ আলম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মুছা মিয়া, অধ্যক্ষ সাইফুল হক মৃধা, সীমান্তিক কর্মকর্তা ছায়িদুর রহমান, উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নান প্রমূখ।