Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে জোরপূর্বক বাসা দখলের চেষ্টা ॥ ভাংচুর ও লুটপাঠের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌর এলাকার জোরপূর্বক বাসা দখলের চেষ্টা ও বাসায় অবস্থানরত তারিক মিয়া স্ত্রী’র স্লীলতাহানি, ভাংচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে জানা যায়, গতকাল বৃহস্পতিবার শেরপুর রোডস্থ রোকসানা ভিলায় লন্ডন প্রবাসী আব্দুল হাইসহ একদল লোক হামলা চালায়। এ সময় বাসায় অবস্থানরত তারিক মিয়ার স্ত্রীকে হামলাকারীরা একটি কক্ষে আটকে রাখে। পরবর্তীতে তারা বাসায় থাকা জিনিসপত্র ভাংচুর ও লুটপাট করে। এ সময় তারিক মিয়ার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। এ সময় হামলাকারীরা চলে যায়। বাসার বসবাসরত তারিক মিয়া জানান, হামলাকারীরা বাসার জিনিসিপত্র ভাংচুর করে আলমারিতে থাকা নগদ ৫ লক্ষ টাকা ও ৫ ভরি স্বর্ণ লুটপাট ও ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে নবীগঞ্জ থানায় খবর দেয়া হলে এসআই আব্দুল ওয়াদুদ ও সুফিয়ানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
হামলাকারী আব্দুল হাই বাসার অবস্থানরত তারিক মিয়ার ভাগ্নে। প্রায় ১৬ বছর যাবত তারিক মিয়া রোকসানা ভিলায় বসবাস করে আসছেন। মুলত রোকসানা ভিলার মালিক মৃত হাজী সিদ্দিক মিয়ার ৩ ছেলে। দলিল অনুযায়ী মোঃ আব্দুল আজিজ, মোঃ আব্দুল মুহিত ও আব্দুল হাই রোকসানা ভিলার মালিক। কিন্তু তারা সবাই প্রবাসী হওয়ায় বাসার দেখাশোনার দায়িত্ব তাদের মামা তারিক মিয়ার নিকট ছিল। বেশকিছুদিন ধরে পারিবারিক বিরোধিতার জের ধরে আব্দুল হাই তার অপর দুইভাই মোঃ আব্দুল আজিজ, মোঃ আব্দুল মুহিতকে যুক্তরাষ্ট্রে রেখে দেশে ফিরে এসে বাসা দখলের উদ্দেশ্যে গতকাল বৃহস্পতিবার এ হামলা চালান।