Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুর সীমান্তে চেক পোষ্ট স্থাপনে তদন্ত শুরু

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী এনামূলহক মোস্তফা শহীদ এর প্রস্তাব এবং উপজেলা পরিষদের সবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্তের আবেদনের প্রেক্ষিতে মাধবপুরের চৌমুহনী সিমান্তে চেকপোষ্ট স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে তদন্ত কাজ শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুরে ইমিগ্রেশন বিভাগের বিশেষ পুলিশ সুপার আলমগীর রহমান এর নেতৃত্বে একটি টিম এর তদন্ত কাজ শুরু করেন। এ সময় তার সাথে ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার কামরুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাছেদ প্রমূখ। তদন্ত টিম সীমান্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় ভরজলা মসজিদ মার্কেটে এনিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। এতে সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান সোহাগ ইউপি সদস্য আব্দুর রশিদ, ফজলুর রহমান, ফরিদ হোসেন রানা নাছির উদ্দিন, মোবারক হোসেন সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।