Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে বঙ্গবন্ধুর পুত্র শেখ কামালের জন্মদিন পালিত

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক সংস্কৃতিসেবী ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনভর কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি,আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও বানিয়াচং ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে নিয়ে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ¦ এডভোকেট আব্দুল মজিদ খান। এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানগনসহ খেলোয়াড় ও সংগঠকরা উপস্থিত ছিলেন। পরে বেলা ১১টার দিকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ¦ এডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আমীর হোসেন মাস্টার, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ওসি এমরান হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার। পরে চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ী এবং কৃতি খেলোযাড়দের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।