Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সিলেটে সূর্যের দেখা মিলবে না এক সপ্তাহ

এক্সপ্রেস ডেস্ক ॥ গুড়ি গুড়ি বৃষ্টিতে সিক্ত সিলেট। যেকোনো সময় হতে পারে ভারি বর্ষণ। এভাবে সপ্তাহ জুড়ে থাকবে বৃষ্টিপাত। ফলে সূর্যের দেখা নাও মিলতে পারে আগামী এক সপ্তাহ। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ এ তথ্য নিশ্চিত করে জানান, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় টানা বৃষ্টিপাত হতে পারে। যে কারণে এই এক সপ্তাহ সূর্যের দেখা মিলবে না। আগামী ২৭, ২৮ ও ২৯ জুনের দিকে সূর্যের দেখা কিছুটা মিললেও ওই তিনদিন থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। তিনি আরও বলেন, মাসের প্রথম ১৫ দিন আবহাওয়া দুর্বল ছিল। ওই সময়ের মধ্যে ৩শ’ ৯৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সিলেট আবহওয়া অফিস সূত্র জানায়, শুক্রবার ২৪ ঘণ্টায় সিলেটে ২৮ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া গতকাল শনিবার ভোর ৬টা থেকে ১২টা পর্যন্ত দশমিক ৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটে বৃষ্টিপাত অব্যাহত ছিল।