Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের পুরাতন খোয়াই নদী পুনরুদ্ধারে আজ গণশুনানী ॥ হবিগঞ্জ আসছেন বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান

স্টাফ রিপোর্টার ॥ জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনে পুরাতন খোয়াই নদী পুনরুদ্ধার বিষয়ে ‘গণশুনানী’ আজ শনিবার হবিগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে ও বাপা’র যুগ্ম-সম্পাদক শরীফ জামিলের সঞ্চালনায় ’গণশুনানী’তে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধবপুর-চুনারুঘাট আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী, বানিয়াচং- আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান, নবীগঞ্জ- বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জের জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোঃ কামরুল আমীন, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, হবিগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব জি. কে গউছ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল মতিন। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), পুরাতন খোয়াই নদী রক্ষা ও পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি, খোয়াই রিভার ওয়াটারকিপার, প্রাকৃতজন ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা আয়োজিত গণশুনানীতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।