Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইরাকে সুস্থ আছেন হবিগঞ্জের ১৫ যুবক ॥ জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক

স্টাফ রিপোর্টার ॥ ইরাকের সরকারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের আটকে পড়া হবিগঞ্জের ১৫ যুবকসহ বাংলাদেশীরা সুস্থ আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক।
হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন গতকাল হবিগঞ্জে সফররত পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হকের সাথে ইরাকের সংঘর্ষ প্রবল এলাকায় অবস্থানরত হবিগঞ্জের ১৫ যুবকের বিষয়ে কথা বললে পরারাষ্ট্র সচিব বাগদাদ দূতাবাসে যোগাযোগ করে তাদের সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত করেন। জেলা প্রশাসক জানান, ইরাকে অবস্থানরত বাংলাদেশীদের স্ব-স্ব কর্মস্থলে অবস্থান করতে জানিয়ে দেয়ার জন্য ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাগদাদ দূতাবাসকে নির্দেশ প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, ইরাকে সংঘর্ষ প্রবল এলাকাগুলোতে সকল বাংলাদেশীদের একত্রিত হয়ে থাকার জন্যও বলা হয়েছে।
জেলা প্রশাসক জানান সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ইরাকে যুদ্ধবিধ্বস্ত এলাকায় আটকে পড়া বাংলাদেশীদের ইরান এবং কুয়েতে পূণর্বাসন করা হবে। তাই সকলকে হাই কমিশনের সাথে যোগাযোগ রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে যে কোন সহযোগীতার জন্য বাগদাগ দূতাবাসে যোগাযোগ করার জন্য সকল বাংলাদেশীদের প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।