Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের ডিমের পাইকারী ব্যবসায়ীর ৪ লাখ টাকা নিয়ে ট্রাকের হেলপার উধাও

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ইকমার-সুজাতপুর স্ট্যান্ড এলাকার ডিমের এক পাইকারী ব্যবসায়ীর ৪ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে রাসেল মিয়া নামে এক গাড়ী হেলপার। এ ঘটনায় ব্যবসায়ী তৌহিদ মিয়া হবিগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও ব্যবসায়ীদের সূত্র জানায়, উল্লেখিত এলাকার দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের চানপুর গ্রামের সাবেক মেম্বার মজনু মিয়া সিলেটে মেসার্স মহানগর ডিমের আড়ত ও হবিগঞ্জ এগ্স নামে ২টি প্রতিষ্ঠানের মাধ্যমে ডিম পাইকারী ব্যবসা করে আসছেন। হবিগঞ্জ এগ্স পরিচালনা করছেন মেম্বার মজনু মিয়ার ছোট ভাই তৌহিদ মিয়া ও রাফাজুল মিয়া মিয়া। শনিবার সন্ধ্যায় ব্যাংক বন্ধ থাকার কারণে মজনু মিয়ার ছোট ভাই রাফাজুল ইসলাম নগদ ৭ লাখ টাকা দিয়ে তার ট্রাক চালক সেকুল মিয়া ও হেলপার রাসেল মিয়াকে কিশোরগঞ্জ থেকে ডিম নিয়ে আসার জন্য পাঠান। রাত সাড়ে ৮টার দিকে ট্রাকটি কিশোরগঞ্জের কটিয়াদী পৌছলে হেলাপার রাসেল মিয়া টয়লেট করার কথা বলে কৌশলে ট্রাক থেকে নেমে যায়। অনেক অপেক্ষার পর রাসেল মিয়া ট্রাকে ফিরে না আসায় ট্রাক চালক রাসেলের মোবাইল ফোনে দিয়ে ফোনটি বন্ধ পায়। এ সময় চালক দেখতে পান রাসলের হাতে থাকা ৪ টাকার ব্যাগটি নেই। পরে সেকুল মিয়া এ বিষয়টি রাফাজুলকে অবগত করলে তিনি কিশোরগঞ্জের ডিমের আড়তদার তার হাতে থাকা ৩ লাখ টাকা দিয়ে ডিম নিয়ে আসার কথা বলেন। পরবর্তীতে ট্রাক চালক সেকুল মিয়া ৩ লাখ টাকার ডিম নিয়ে আসেন। পরবর্তীতে রাসেলের আত্মীয় স্বজনের বাড়িঘরে খোঁজ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। রাসেল মিয়া সিলেটের গোয়াউনঘাট উপজেলার বিছনাকান্দি এলাকার মুজিবুর রহমানের পুত্র। বতর্মানে সে বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের বালিখাল গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিল। গতকাল বিকেলে এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যব¯’া নেয়ার কথা জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী।