Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এক সময়ের খাদ্য ঘাটতির দেশ আজ স্বয়ংসম্পূর্ণ-আবুল কাশেম

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ও দূরদর্শিতায় সরকারের কৃষিবান্ধব নীতি গ্রহণ ও বাস্তবায়নের ফলে দেশে কৃষিখাতে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। স্বাধীনতার পর থেকে গত ৫০ বছরে চালের উৎপাদন বেড়েছে চার গুণেরও বেশি। ১৯৭১-৭২ সালে যেখানে চাল উৎপাদন ছিল মাত্র ১ কোটি মেট্রিক টন, সেখানে তা বেড়ে প্রায় ৪ কোটি মেট্রিক টনে উন্নীত হয়েছে। এক সময়ের খাদ্য ঘাটতির দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
তিনি আরো বলেন, কৃষক বাঁচলে, দেশ বাঁচবে, দেশ বাঁচলে আমরা বাঁচব। কাজেই কৃষি ও কৃষকের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আন্তরিক। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ১২টায় বানিয়াচং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক এর সঞ্চালণায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, দৈনিক মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া ও তরঙ্গ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শিব্বির আহমদ আরজু। পরে বিনামূল্যে ৫ কেজি করে ১শ ৫০ জন কৃষককে রূপা আমান ধানের বীজ প্রদান করা হয়।