Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জের ৬ নারী মুক্তিযোদ্ধাকে আর্থিক সহযোগিতা করেছে ঢাকার সানিডেল ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র-ছাত্রীরা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জর ৬ নারী মুক্তিযোদ্ধাকে ঢাকার সানিডেল ইন্টারন্যাশনাল স্কুল এর ছাত্র-ছাত্রীদের দেয়া ১ লাখ ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। অনুদান প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধাগণ হচ্ছেন, ফারিজা খাতুন, রাজিয়া খাতুন, সাবিত্রী, হিরামনি, পুষ্প রানী ও মালতী।
এ উপলক্ষে গতকাল শুক্রবার হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে চেতনায়’ ৭১ এর উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এডঃ সৈয়দ আফরোজ বখ্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি এডঃ চৌধুরী আব্দুল হাই ও অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ। এতে বক্তব্য রাখেন, চেতনায়’ ৭১ হবিগঞ্জ এর সাধারণ সম্পাদক আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, এডঃ মুরলীধর দাস, এডঃ নিজামুল হক লস্কর, দৈনিক প্রথম আলোর সিলেট প্রতিনিধি উজ্জল মেহেদী, আলাউদ্দিন আহমেদ, প্রাণগোপাল দাস, মুক্তিযোদ্ধা হায়দর আলী, মুক্তিযোদ্ধা ফারিজা খাতুন, সাংবাদিক আব্দুল হালিম প্রমূখ।
পরে আনুষ্ঠানিকভাবে ঢাকার সানিডেল ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র-ছাত্রীদের টিফিনের জমানো টাকা মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেয়া হয়। দৈনিক প্রথম আলোর মাধ্যমে এ অনুদান সংগৃহীত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন এডঃ মোহাম্মদ আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, আইনজীবী, সাংবাদিকসহ সমাজের বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।