Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

যান চলাচল ভঙ্গের দায়ে সিএনজি চালককে চেয়ারম্যানের অর্থদণ্ড

বানিয়াচং প্রতিনিধি ॥ রাস্তায় চলাচল সংক্রান্ত নিয়ম কানুন ও বিধি-নিষেধ অমান্য করার অপরাধে স্থানীয় সরকার আইনে তাৎক্ষনিক বিচারে একটি সিএনজি অটো রিক্সাকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। পরে অবশ্য ক্ষমা করে দেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যান চলাচল সংক্রান্ত আইন ভঙ্গ করে গতকাল সকালে বানিয়াচং আজমিরীগঞ্জ ভায়া শিবপাশা সড়কের বানিয়াচং বাজার অংশে চলাচলকালে একটি পিকআপ ভ্যান ও অটোরিক্সা প্রতিযোগিতা করে চালাতে থাকে। বিষয়টি ওই এলাকার ইউ.পি চেয়ারম্যান এর দৃষ্টিগোচর করা হলে ২টি বাহনকে আটক করে ইউ.পি কমপ্লেক্সে নিয়ে যান। তাৎক্ষনিক বিচারে ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন ’২০১০ এর পঞ্চম তফসিল এর ইউনিয়ন পরিষদের অধীনে বিবেচ্য অপরাধ সমূহের ৪০নং উপধারায় বর্ণিত যানচলাচল সংক্রান্ত অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ৮৯(২) ধারায় শুধু অটোরিক্সাকে ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষনিক আদায় করেন। অপর পিক আপ ভ্যান চালককে ট্রাফিক আইন মেনে চলায় প্রশংসা ও ধন্যবাদ প্রদান করে ছেড়ে দেয়া হয়।
অপরাহ্নে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন ২০১০ এর ৯০ ধারার বিধান অনুযায়ী দোষ স্বীকার ও ক্ষমা প্রার্থনা করে মুছলেকা দেয়া হলে চালককে অর্থদণ্ড মওকুফ করা হয়।