Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইর শিবপুরে জুনিয়র স্কুলের জায়গায় জোরপূর্বক মাদ্রাসা নির্মাণ ॥ উত্তেজনা

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার শিবপুর গ্রামে শিবপুর জুনিয়র স্কুলের জায়গায় জোরপূর্বক কওমী মাদ্রাসা নির্মাণ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্কুলের বাউন্ডারী ভেঙ্গে সেখানে কওমী মাদ্রাসার ঘর তৈরি করছেন গ্রামের মাওলানা ফরিদ মিয়া, বাতেন মিয়া সালাম চৌধুরী, লায়েছ মিয়া ও সেলিম মিয়ার নেতৃত্বে একদল লোক। স্থানীয়রা অভিযোগ করছেন স্কুলের ভবনটিও ভেঙ্গে ফেলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানায়, ১৯৯৮ সালে শিবপুর গ্রামবাসী সরকারী ভূমিতে শীবপুর জুনিয়র স্কুলটি প্রতিষ্ঠা করেন। পরে সেখানে সরকারী অনুদানও আসে। কিন্তু ২০০৪ সালে বন্যায় স্কুলটি ক্ষতিগ্রস্থ হলে এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২০০৮ সালে স্কুলের কিছু যায়গায় গ্রামের কয়েকজন মৌলানা একটি কওমী মাদ্রাসা নির্মাণ করেন। কিন্তু কয়েকদিন পূর্বে তারা স্কুলটিকে নিশ্চিহ্ন করার উদ্যোগ নিয়ে সেখানে বাউন্ডারী নির্মাণ কাজ শুরু করেন এবং স্কুলের ভবনটিও ভেঙ্গে ফেলার উদ্যোগ নেন। এ ব্যাপারে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শীবপুর গ্রামের রাশেদ মিয়া জানান, স্কুলটিকে রক্ষার জন্য গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে প্রশাসের নিকট আবেদন করার জন্য স্বাক্ষর দিয়েছেন। মৌখিকভাবে কাজ বন্ধ করার জন্য বললেও যারা কাজ করাচ্ছেন তারা এতে কর্ণপাত করেননি। মাদ্রাসার সাথে জড়িত কারও সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং জানান, বিষয়টি আমার জানা নেই। আমি শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি দেখার জন্য নির্দেশ প্রদান করব।