Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত ভাড়া আদায়

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত ভাড়া আদায় করে সিএনজি অটোরিকশা ও টমটম চলাচল করছে। এ নিয়ে যাত্রীদের সাথে চালকদের বাকবিতন্ডা ও মারামারির ঘটনা ঘটছে। জানা যায়, গত ১৪ জুলাই রাত থেকে স্বাস্থ্যবিধি মেনে হাফযাত্রী নিয়ে ৬০% ভাড়ায় চলাচলের জন্য নির্দেশনা দেয় সরকার। কিন্তু সরেজমিনে ঘুরে দেখা যায়, কোনো কোনো স্ট্যান্ডে ভিন্ন চিত্র। হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ রোডে স্বাস্থ্যবিধি মেনে হাফ যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশা চললেও নবীগঞ্জ-বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে চালকরা সরকারি আদেশ উপেক্ষা করে ৫ জন যাত্রী ও অতিরিক্ত ভাড়া নিয়ে চলাচল করছে। যাত্রীরা প্রতিবাদ করলে সিএনজি থেকে নামিয়ে দেয়া হয় নতুবা তাদের উপর চড়াও হয়। এমনকি অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়। অনেক যাত্রী বাধ্য হয়ে তাদের শর্ত মেনেই চলাচল করেন।