Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ের ইউএনও ও এ্যাসিল্যান্ড মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা ও সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি। মঙ্গলবার (১৩ জুলাই) শারীরিক দিক থেকে অস্বস্তিবোধ করলে র‌্যাপিড এন্টিজেন টেস্ট করার পর বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার। গত বছর করোনার কঠিন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বানিয়াচংয়ে যোগদান করেন তিনি। যোগদানের পর থেকে দাপ্তরিক নিয়মিত কাজসহ ব্যতিক্রম কাজ করে অনেক প্রশংসা কুঁড়িয়েছেন। একাধারে বৃরোপণ, সাইকিং, অতিথি পাখি নিধন, শীত মৌসুমে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ, করোনায় ও বন্যায় দূর্যোগ মুহূর্তে অসহায় মানুষের হাতে সুষ্ঠুভাবে ত্রাণ বন্টনসহ ক্রীড়া ক্ষেত্রে প্রভূত সফলতা দেখিয়েছেন তিনি। এরই মাঝে করোনার প্রাদুর্ভাব আবারও দেখা দিলে জীবনের চরম ঝুঁকি নিয়ে মানুষকে করোনার ভয়াবহতা থেকে রক্ষা এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। বিশেষ করে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায়-ভূমিহীন মানুষদের স্বপ্নের ঘর নির্মাণ ও জায়গা চিহ্নিত করতে অবিরাম কাজ করে সফলভাবে ঘরগুলো হস্তান্তর করেছেন। উল্লেখ্য, গত ৩ জুলাই সহকারি কমিশনার ( ভূমি) ইফফাত আরা জামান উর্মি করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।