Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে বাড়ছে করোনা ভাইরাসের ভয়াবহতা ॥ ২২২ জনের নমুনা পরীক্ষা করে ৮৭ জন সনাক্ত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে করোনা ভাইরাসের প্রদুর্ভাব বেড়েই চলেছে। প্রায় নারী পুরুষ ও যুবক-যুবতী জ্বর, সর্দি কাশিতে ভোগছে। অনেকে ভয়ে পরীক্ষার জন্য নমুনা দিচ্ছেনা। প্রাইভেট ডাক্তারের পরামর্শ নিলেও এরা লোকালয়ে বিচরণ করছেন। ফলে করোনা ভাইরাস দ্রুত চড়াচ্ছে। হয়তো দেখা যাবে কিছুদিনের মধ্যেই বিশেষ করে শহরাঞ্চলের ঘরে ঘরে পৌছে যাবে করোনা।
তবে ইদানিং দেখা যাচ্ছে মানুষের মাঝে পরীক্ষা করানোর প্রবনতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। গতকাল হবিগঞ্জে ২২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৮৭ জনের দেহে করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তের হার ৩৯.১%। ইতিপূর্বে আক্রান্তদের মধ্যে গতকালের রিপোর্ট অনুযায়ী ১জনও সুস্থ হন নি। আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ৫১ জন, চুনারুঘাট উপজেলার ৮জন, মাধবপুর উপজেলার ১২ জন, নবীগঞ্জ উপজেলার ৯জন, বাহুবল উপজেলার ৫ জন, বানিয়াচং উপজেলার ১ জন ও আজমিরীগঞ্জ উপজেলার ১জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৭০ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ২হাজার ১২৯ জন। ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল উপরোক্ত তথ্য জানিয়েছেন।