Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে স্বাস্থ্যবিধি না মানায় অর্থদন্ড

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে লকডাউন উপেক্ষা ও স্বাস্থ্য বিধি না মানায় অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা মিডিয়া সেল সূত্রে জানা গেছে, শনিবার বানিয়াচংয়ে লকডাউন উপেক্ষা ও স্বাস্থ্যবিধি না মানায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন) ২০১৮ এর ২৫ (২) ধরায় ১৮টি মামলা দায়ের করে ১৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। উপজেলায় নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এসব ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদরের বড়বাজার, গ্যানিংগঞ্জ বাজারসহ বেশ কিছু জনবহুুলস্থানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এসময় সাথে ছিলেন সেনা বাহিনী ও পুলিশ সদস্যের লোকজন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারী নির্দেশনা বাস্তবায়নে এবং মানুষজনের মধ্যে সচেতনতা তৈরীতে নিয়মিতভাবে বানিয়াচং সদরের বিভিন্ন জনবহুলস্থানে সেনা বাহিনী, পুলিশ সদস্যদের সমন্বয়ে অভিযান পরিচালিত হচ্ছে। করোনা থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়ে সরকারী আদেশ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। বিনা প্রয়োজনে জন সাধারণকে রাস্তায় বের না হওয়ার জন্যও তিনি অনুরোধ করেছেন।