Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে স্বাস্থ্যবিধি না মানায় ১৮ জনকে জরিমানা

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে লকডাউন উপেক্ষা ও স্বাস্থ্যবিধি না মানায় ১৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বানিয়াচংয়ে লকডাউন উপেক্ষা ও স্বাস্থ্যবিধি না মানায় ১৮ জনকে ৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। উপজেলায় নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এসব ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন। লকডাউনে বাস্তাবায়নে বানিয়াচং উপজেলার বিভিন্ন প্রবেশদ্বারে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। টহল দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরাও। লকডাউনে আয়ের পথ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন নি¤œ আয়ের মানুষ। এছাড়া জরুরি প্রয়োজনে রিকশায় যেতে গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। গত দিনের তুলনায় বুধবার বানিয়াচং সদরে রিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি ছিল। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারী নির্দেশনা বাস্তবায়নে এবং মানুষজনের মধ্যে সচেতনতা তৈরীতে নিয়মিতভাবে বানিয়াচং সদরের বিভিন্ন জনবহুলস্থানে সেনা বাহিনী, পুলিশ সদস্যদের সমন্বয়ে অভিযান পরিচালিত হচ্ছে। পাশাপাশি রাস্তায় কোন অসহায় মানুষজন পেলে তাকে আমরা যথা সম্ভব খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নে লকডাউনে কাজ হারানো অসহায় মানুষজনকে সরকারীভাবে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে বলেও তিনি জানান।