Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ গোপলার বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রচার-প্রচারনা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক প্রচার-প্রচারনা। প্রার্থীরা নিজেদের পক্ষে সমর্থন আদায়ের জন্য ব্যবসায়ী নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন। নির্বাচনে ৭ টি পদের জন্য ভোট লড়াইয়ে নেমেছে ৩১ জন প্রার্থী। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সূত্রে জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষনা অনুযায়ী আগামী ২৮ জুন সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নির্বাচন অনুষ্টিত হবে। উক্ত নির্বাচনে সভাপতি পদে প্রার্থী রয়েছেন ৫ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারন সম্পাদক পদে ২ জন, সহ-সাধারন সম্পাদন পদে ৪ জন, সাংগঠনিক সম্পাদন পদে প্রার্থী রয়েছেন ৫ জন, কোষাধ্যক্ষ পদে রয়েছেন ২ জন, এবং সদস্য পদে রয়েছেন ১০ জন।
খোজ নিয়ে জানাযায়, প্রায় দুইশত বছরের পুরাতন ঐতিহ্যবাহী গোপলার বাজার এ ইতিপূর্বে কখনও নির্বাচন হয়নি। আর বছরই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে সরাসরি গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন। তাই এ নির্বাচনকে ঘিরে প্রার্থী এবং ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। ব্যবসায়ীদের কল্যাণ ও উন্নয়নের স্বার্থে যাচাই বাচাই করে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করবে বলে জানিয়েছেন সাধারন ব্যবসায়ীরা। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন দেবপাড়া ইউপি চেয়ারম্যান এড. জাবেদ আলী।