Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌর মেয়রের দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের নিজস্ব উদ্যোগে শহরের গোসাই নগর ঋষি পল্লী, দানিয়ালপুর সহ বিভিন্ন এলাকায় করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ-কর্মহীন, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল রাতে শহরের গোসাই নগর ঋষি পল্লী, দানিয়ালপুর সহ বিভিন্ন এলাকায় কর্মহীন ও অসহায় ২৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল এবং আলু। বিতরণকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর টিপু আহমেদ, হবিগঞ্জ জেলা যুব লীগের উপ দপ্তর সম্পাদক দ্রুব জ্যোতি দাস টিটু, রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের যুব প্রধান সমাজ কর্মী আশীষ কুমার কুরি, সাবেক যুব প্রধান পঙ্কজ কান্তি দাস পল্লব। মেয়র আতাউর রহমান সেলিম বলেন, “করোনা মহামারীতে দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরাই সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্থ। তাই এই মহামারীর শুরু থেকেই আমরা হবিগঞ্জের চৌধুরী বাজার হরিজন সম্প্রদায়, শায়েস্তানগর রবিদাস সম্প্রদায়, রাজনগর হরিজন সম্প্রদায়, গোসাই নগর ঋষি সম্প্রদায় এবং চৌধুরী বাজার হরিজন এবং মাস্টার কোয়ার্টার হরিজন সম্প্রদায় সহ বিভিন্ন এলাকায় করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।