Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে করোনায় বিবিয়ানা গ্যাস ফিল্ডের কর্মচারীর মৃত্যু ॥ বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন আক্রান্তের সংখ্যা

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে দিন দিন করোনা আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই ৪/৫ জন আক্রান্ত হচ্ছেন উপজেলার বিভিন্ন এলাকায়। গতকাল সোমবার ১৪ জনের নমুনা পরীক্ষা দিয়ে ৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। সোমবার ভোর রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন নবীগঞ্জ বিবিয়ানা গ্যাস ফিল্ডের কর্মচারী বিমল দাস। নিহত বিমল দাস এর বাড়ি সুনামগঞ্জ জেলায়। সুত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার বাসিন্দা উক্ত বিমল দাস নবীগঞ্জ বিবিয়ানা গ্যাস ফিল্ডে কর্মচারী হিসেবে চাকুরীর সুবাধে উপজেলার চানপুর গ্রামে গত ৪/৫ বছর ধরে বসবাস করে আসছিল। উক্ত বিমল দাস করোনায় আক্রান্ত হলে বাড়িতে লাইসোলেশনে থাকেন। রবিবার সন্ধ্যায় তার শ^াস কষ্ট বাড়লে পরিবারের লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই দিনই দিবাগত গভীর রাতে (৫ই জুলাই) বিমল দাস মৃত্যুর খোলে ঢলে পড়েন। এদিকে গত ৭ দিনে নবীগঞ্জে করোনায় ২৩ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। গত ২৭ জুন ৩ জন, ২৮ জুন ৩ জন, ২৯ জুন ১ জন, ১লা জুলাই ৫ জন, ৩রা জুলাই ২ জন, ৪ জুলাই ৪ জন ও ৫ জুলাই ৫ জন। আক্রান্তদের মধ্যে ৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকীরা বাড়িতে আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে। প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। অপর দিকে চলমান পরিস্থিতির কারনে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, সেনাবাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। মাস্ক বিহীন বের হলেই তাদেরকে শাস্তি ও জরিমানা করা হচ্ছে। উপজেলা প্রশাসন করোনা ভয়াবহতা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। অকারনে ঘর থেকে বের না হওয়ার জন্য অনরোধ করেন। প্রয়োজনীয় কাজে বের হলে স্বাস্থ্য বিধি মেনে এবং মাস্ক ব্যবহার করতে হবে বলেও সর্তক করেন উপজেলা প্রশাসন।