Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে অনলাইন ব্যাংকিং করতে গিয়ে ৫০ হাজার টাকা খুইয়েছেন এক ব্যবসায়ী

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পূবালী ব্যাংক থেকে হবিগঞ্জ ডাচ বাংলা ব্যাংকিং অনলাইনে টাকা পাঠাতে গিয়ে ৫০ হাজার টাকা খুইয়েছেন এক ব্যবসায়ী।
জানা যায়, গত ১৫ জুন বিকাল ৩টায় উপজেলার নয়ানী গ্রামের মৃত ইউসুফ উল্লার ছেলে ব্যবসায়ী কাউছার মিয়া চুনারুঘাট পূবালী ব্যাংক শাখা থেকে ডাচ বাংলা ব্যাংকিং অনলাইনে ৩ লাখ টাকা পাঠাতে ব্যাংকে যান। ব্যাংক কাউন্টারে গিয়ে ক্যাশিয়ারের সামনে ৩ লাখ টাকা অনলাইনে পাঠানোর জন্য রাখেন। এ সময় ওই ব্যবসায়ীর ৫’শ টাকার একটি ৫০ হাজার টাকার বান্ডিল কে বা কারা নিয়ে যায়। ঘটনাটি তাৎক্ষণিক কাউছার মিয়া ব্যাংক ম্যানেজার বাবুল চন্দ্র দাশকে জানাতে গেলে ব্যাংক ম্যানেজার মোবাইলে কথা বলতে থাকেন। অনেক কান্না কাটির পরও ব্যাংক ম্যানেজার এ ব্যাপারে কোন ব্যবস্থা নেননি।
এ ব্যাপারে ব্যবসায়ী কাউছার মিয়া বলেন, তাৎক্ষণিক ব্যাংক ম্যানেজার ঘটনাটির বিষয়ে ব্যবস্থা নিলে আমার টাকা এভাবে খুয়া যেত না।