Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ পৌরসভার ১০ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষনা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নতুন কোন কর আরোপ ছাড়াই নবীগঞ্জ পৌরসভার ১০ কোটি ২৫ লাখ ৮২ হাজার টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল বুধবার সকালে নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী পৌরসভার সভাকক্ষে সাংবাদিক সম্মেলনে এ বাজেট ঘোষনা করেন। বাজেটে মোট আয় ধরা হয়েছে ১০ কোটি ২৫ লাখ ৮২ হাজার ৪২৫ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ১৫ লাখ ৬১ হাজার ৩৪৬ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ১০ লাখ ২১ হাজার ৭০ টাকা। বাজেট অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্রেসক্লাব সভাপতি এটিএম নুরুল ইসলাম খেজুর। পৌর সচিব নুরে আলম সিদ্দিকীর পরিচালনায় এতে সহকারী প্রকৌশলী সুজিত বড়–য়া, প্যানেল মেয়র ১ ছাবির আহমদ চৌধুরী, প্যানেল মেয়র ২ শাহ রিজভী আহমেদ খালেদ, পৌর কাউন্সিলর এটিএম সালাম, আলাউদ্দিন আহমেদ, সন্তোষ দাশ, রুহুল আমিন রপু, সুন্দর আলী, রেখা রানী আচার্য্য, জাকিয়া আক্তার লাকি, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, যুগ্ম সম্পাদকসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাজেটে রাস্তাঘাট ব্রীজ কালভার্ট, ড্রেন নির্মাণ মেরামত, হাট বাজার উন্নয়ন, স্ট্রীট লাইট সম্পসারণ, পৌর ভবন নির্মাণ, স্যানিটেশন শতভাগ নিশ্চিতকরণ, জলাতংক প্রতিষেধক, শহরের সৌন্দর্য্য বর্ধন, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান, খেলাধুলা ও সংস্কৃতি মশক নিধন, বৃক্ষরোপন, আর্থিক অনুদান, পরিস্কার পরিচ্ছন্নতাসহ নানামূখী উন্নয়ন কার্যক্রম অন্তর্ভূূক্ত রয়েছে।