Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুর পৌরসভায় রাস্তা ও ড্রেইন নির্মাণ কাজে অনিয়ম

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরসভায় ২য় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতি করন প্রকল্পের আওতায় প্রায় ৫কোটি ২ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন রাস্তা এবং ড্রেইন নির্মাণ কাজ শুরু হয় কয়েক মাস আগ থেকে। ঠিকাদার ব্রাহ্মনবাড়ীয়ার এমআরসি এন্ড এমএমকে (জেবি) ফার্ম প্রাক্কলন অনুযায়ী কাজ না করে অত্যান্ত নিম্নমানের পাথর, খোয়া ও ভিটা বালু দিয়ে কাজ করায় জনসাধারনের মনে ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যজনক আচরন করছে। এ ব্যাপারে পৌরসভার প্রকৌশলী রতœাংকুর দাস এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- সব ঠিকই আছে তবে পাথর গুলো একটু নিয়ম। উপকরণগুলোর ল্যাবটরীতে পরীক্ষা করা হয়েছে কিনা প্রশ্ন করতে তিনি কোন কথা বলেনি। এ ব্যাপারে মাধবপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দুলাল খার সাথে যোগাযোগ করলে তিনি বলেন বিষয়টি সম্পর্কে প্রকৌশল বিভাগ ভাল বলতে পারবে। এ ব্যাপারে পৌর সচিব মোঃ ফারুক এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।