Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুর উপজেলা কোয়ার্টারে গ্যাসের ভুতুরে বিল ॥ কর্মকর্তারা ক্ষুব্ধ

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা কমপ্লেক্স কোয়ার্টারের বাসাতে গ্যাসের চুলা না জ্বালিয়েও ভুতুরে বিল পরিশোধ করতে হচ্ছে কর্মকর্তাদের। ক্ষুব্ধ হয়ে বিল পরিশোধ না করার সিদ্ধান্ত নিয়েছে অনেক কর্মকর্তা। অনুসন্ধানে জানা যায়-মাধবপুর উপজেলা পরিষদের কর্মকর্তাদের জন্য নির্মিত উপজেলা কোয়ার্টারে জালালাবাদ গ্যাস কোম্পানী প্রাঃ লিঃ এর আওতায় ৪৩টি ইউনিটের মধ্যে ২১টি একক এবং ২২টি দ্বৈত গ্যাসের চলা স্থাপন করা হয়। বিল পরিশোধের জন্য একটি সেন্ট্রাল মিটার স্থাপন করা হয়। এর মধ্যে মাত্র কয়েকজন কর্মকর্তা পরিবার পরিজন নিয়ে বসবাস করে। অন্যরা ব্যাচেলর হিসেবে বসবাস করছে। ফলে অধিকাংশ বাসায় গ্যাসের চুলা ব্যবহার হয়না। তবু তাদের গ্যাসের বিল পরিশোধ করতে হয়। এ নিয়ে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় প্রায়ই কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করে থাকেন। এ ব্যাপারে বাসা বরাদ্দ কমিটির সাধারণ সম্পাদক উপজেলা প্রকৌশলী আহম্মেদ তানজিলউল্লা সিদ্দিকী জানান-গত মে মাসে গ্যাসের বিল এসেছে প্রায় ৫৯ হাজার টাকা যা প্রতিটি পরিবারকে ১৪ শ টাকা করে পরিশোধ করতে হবে। কিন্তু অনেকেই তো গ্যাসের চুলা ব্যবহার করে না তবু এতো টাকা বিল পরিশোধ করতে হয়। তাই আমরা দীর্ঘদিন ধরে মিটিংয়ে বলে আসছি প্রত্যেক বাসায় সাব মিটার বসানোর জন্য। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। ইচ্ছার বিরুদ্ধে অতিরিক্ত টাকা পরিশোধ করতে হচ্ছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আকিবউদ্দিন জানান-বর্তমান সময়ে বেতনের টাকা দিয়ে সংসার চালানোই কষ্টকর তার উপর গ্যাসের অতিরিক্ত বিল প্রদান এ যেন মরার উপর খরার ঘাঁ। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি তো কেবল মাত্র কিছুদিন হয় যোগদান করেছি। কিভাবে এ সমস্যার সমাধান করা যায় তা নিয়ে সবার সাথে পরামর্শ করে ব্যবস্থা নেয়া হবে।