Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরের তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয় ॥ ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন দপ্তরে অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে তালিবপুর আহছানিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটিকে অবৈধ দাবী করে কাগুজে কমিটির অনুমোদন রহিত করার জন্য শিক্ষা অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে। বিদ্যালয় এলাকার মির্জাপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে লিখিত অভিযোগ সহ এ আবেদন দায়ের করেন। আবেদন সূত্রে জানা যায়, এলাকার প্রভাবশালী জিয়াউল বর চৌধুরী বিদ্যালয়ে প্রধান শিক্ষক হরিশ চন্দ্র দেব সহ কতিপয় সুবিধাভোগীদের যোগসাজসে একটি কাগুজে কমিটি গঠন করে তাদের মাধ্যমে জিয়াউল বর চৌধুরী নিজেকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং প্রধান শিক্ষকের মাধ্যমে এ কমিটি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেন। অভিযোগকারী তাজুল ইসলাম আরো জানান, জিয়াউল বর চৌধুরী একটি গাছ চুরি মামলার মুখ্য আসামী। এ হিসেবে তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানীত সভাপতি পদে দায়িত্ব পালন করতে পারেননা। তিনি এ কমিটি পুরাপুরি বাতিল করে তফসীল ঘোষনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনেরও দাবি জানান। তিনি আরো জানান, এ স্বার্থন্বেষী মহলটি দ্বারা গঠিত পকেট কমিটি অনুমোদন পেলে বিদ্যালয়টি অগ্রগতির চেয়ে অনেক গুন পিছিয়ে যাবে। কমিটি বাতিলের জন্য তাজুল ইসলাম- মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা, চেয়ারম্যান সিলেট শিক্ষা বোর্ড, সচিব সিলেট শিক্ষা বোর্ড, জেলা প্রশাসক হবিগঞ্জ, থানা নির্বাহী কর্মকর্তা মাধবপুর, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হবিগঞ্জ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধবপুর সহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন প্রেরণ করেছেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক হরিশ চন্দ্র দেব জানান, সম্পূর্ন বিধি মোতাবেক কমিটি গঠন করা হয়েছে। তিনি আরো জানান, প্রায় দুই মাস পূর্বে নির্বাচনের মাধ্যমেই আব্দুল করিম, শাজাহান মিয়া, সিদ্দিক আলী, নজরুল ইসলাম ও মহিলা অভিভাবক সদস্য পদে পারুল বেগম নির্বাচিত হন। শিক্ষক প্রতিনিধি হিসেবে উত্তম কুমার পাল, জিয়াউর রহমান ও হনুফা আক্তারকে মনোনীত করা হয়। পরে জিয়াউল বর চৌধুরীকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। আমাদের কমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদন পেয়েছে।