Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবল মডেল প্রেসক্লাবের প্রতিবাদ সভায় সাংবাদিক সানু’র মুক্তির দাবি

বাহুবল প্রতিনিধি ॥ সাংবাদিক আজিজুল হক সানু’র নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাহুবল মডেল প্রেসক্লাব। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় প্রেসক্লাব কার্যালয়ে এক প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়। গত বৃহস্পতিবার দুপুরে বাহুবল বাজারস্থ করাঙ্গী ব্রীজের সংষ্কার কাজের ছবি তোলার সময় এলজিইডি’র কর্মকর্তা-কর্মচারী ও কন্ট্রাক্টররা সাংবাদিক সানুকে মারধোর করে পুলিশে সোপর্দ করে।
বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এম শামছুদ্দিন, এম সাজিদুর রহমান, নূরুল আমিন, নূরুল ইসলাম মনি, সাইফুর রহমান জুয়েল, শাহ রাসেল আহমেদ, আব্দুল কাইয়ূম জাকী, সোহেল আহমেদ, সেলিম আহমেদ, মঈনুল ইসলাম, ইসমাইল মাহমুদ ফিরোজ, মনিরুল ইসলাম শামীম প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব কাজী আলফু। সভায় বক্তারা বলেন, গত ক’দিন ধরে চলতে থাকা করাঙ্গী ব্রীজের সংষ্কার কাজকে “নিম্ন মানের” আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ লোকমুখে বিরূপ প্রচারণা চলছিল। এ নিয়ে ক্ষোভও জমতে শুরু করেছে জনমনে। এ প্রেক্ষিতে সাংবাদিক আজিজুল হক সানু জনস্বার্থে ব্রীজের ছবি তোলাসহ এ বিষয়ে খোঁজখবর নিচ্ছিলেন। বক্তারা বলেন, এতে দুর্নীতিবাজদের আঁতে ঘা লাগে। তারা তাকে আটক করে মারধোরের পর পুলিশে সোপর্দ করার মাধ্যমে বাক স্বাধীনতাকে স্তুব্ধ করার অপচেষ্টায় চলায়। সাংবাদিক আজিজুল হক সানু’র বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে মিথ্যা আখ্যায়িত করে তা প্রত্যাহার ও অবিলম্বে তার মুক্তি দাবি করেন বক্তারা। বক্তারা হুসিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে মামলা প্রত্যাহার ও সাংবাদিক সানুকে মুক্তি দেওয়া না হলে জনগণকে সাথে নিয়ে সর্বস্তরের সাংবাদিকরা কঠোর আন্দোলনে নামবে।