Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতে উচ্ছেদ অভিযান ও জরিমানা

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার বুল্লা বাজারে যানজট নিরসনের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। শনিবার সকাল ১১টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা। বুল্লা বাজারের ওই সড়কে ব্যাপক যানজট ছিল। যার ফলে জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ সময় সড়কের মধ্য থেকে দুইটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। একজনের থেকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সড়কের পাশ থেকে অস্থায়ী বাঁশ বাজার অপসারণ করা হয়। বাজারে সড়কের মধ্যে অবৈধ পার্কিং করে দাড়ানো অটোরিকশা ও সিএনজি সরিয়ে দেয়া হয়। সতর্ক করা হয়। কাবিটার আওতায় নির্মাণাধীন বুল্লা ইউনিয়নের একটি রাস্তার কাজে জনৈক ব্যক্তি বাধা প্রদান করে আসছে মর্মে বুল্লার ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। সেই অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করেন সহকারী কমিশনার ভূমি ইয়াছিন আরাফাত রানা। পরে বাধাদানকারীর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে তার পরিবারকে সতর্ক করেন। অভিযানে সহযোগিতা করেন স্থানীয় মেম্বার লাখাই থানার একদল পুলিশ ও আনসার সদস্য।