Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলা সাবরেজিস্টার অফিসে জায়গা বিক্রি করে অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খোয়া

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সাবরেজিস্টার অফিসে জায়গা বিক্রি করে টাকা নিয়ে যাওয়ার সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে রহমত আলী (৩০) নামের এক ব্যক্তির সর্বস্ব হারিয়েছে। এ ঘটনাটি নিয়ে সাবরেজিস্টার অফিসসহ ওই এলাকায় তোলপাড় শুরু হয়েছে। সে শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের ইউছুফ আলীর পুত্র। জানা যায়, গতকাল সোমবার দুপুরে রহমত আলী ওই অফিসে এসে জমি রেজিস্ট্রি করে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে অফিসের প্রধান ফটকে আসে। এ সময় একটি চক্র তাকে জুস খেতে দেয়। এক পর্যায়ে এসে অজ্ঞান হয়ে পড়লে তার সাথে থাকা জমি বিক্রি নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। অনেক ডিড রাইডাররা অভিযোগ করেন অফিসের আশেপাশে ও ভিতরে একটি চক্র রয়েছে। সহজ সরল মানুষ জায়গা বিক্রি করে অফিস থেকে বের হলে কিংবা অফিসের ভেতরেই কৌশলে টাকা হাতিয়ে নেয় ওই চক্রটি। এ রকম আরও কয়েকটি ঘটনা ঘটেছে। তবে ওই চক্রের কোন সদস্যকে ধরা যায় নি। যদি এভাবে চলতে থাকে তাহলে মারাত্মক ধরণের দুর্ঘটনা ঘটবে। বিকাল ৪টায় রহমত আলীকে অজ্ঞান অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১১টায় এ রিপোর্ট লিখাকালে তার জ্ঞান ফিরে আসেনি। তবে চিকিৎসক জানিয়েছে জুসের সাথে নেশা জাতীয় কিছু খাওয়ানো হয়েছে। ফলে তার অবস্থা আশঙ্কাজনক।