Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ভারতে গিয়ে নুর হোসেনকে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত কমিটি

এক্সপ্রেস ডেস্ক ॥ নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার প্রধান আসামি নূর হোসেনকে প্রয়োজনে ভারতে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে আদালতের নির্দেশ গঠন করা প্রশাসনিক তদন্ত কমিটি। এ ব্যাপারে আগামী দু’তিনদিনের মধ্যে সিদ্ধান্ত হবে। কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লা গতকাল মঙ্গলবার এ কথা বলেন। কমিটি প্রধান বলেন, নূর হোসেনকে বাংলাদেশে ফিরিয়ে আনা হলে তাকে দেশেই জিজ্ঞাসাবাদ করা হবে। আর তদন্ত প্রতিবেদন জমা দেয়ার আগে যদি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা না হয় তবে ভারতে গিয়ে জিজ্ঞাসাবাদের চিন্তা রয়েছে কমিটির। আগামী ৯ জুলাই আদালতে সাত খুনের অগ্রগতি প্রতিবেদন জমা দেয়া হবে বলে তিনি জানান । শাহজাহান মোল্লা বলেন, বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবো। তবে এখনো এ বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তিনি আরো বলেন, কেবল তো নূর হোসেন গ্রেফতার হয়েছেন। আমরা অপেক্ষা করছি কবে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। যদি শিগগিরই তাকে দেশে ফিরিয়ে আনা হয়, তাহলে দেশেই জিজ্ঞাসাবাদ করবো।
গতকাল মঙ্গলবার বিকাল ৩টা থেকে নারায়ণগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে নারায়ণগঞ্জের সংশ্লিষ্ট র‌্যাব কর্মকর্তাদের সাক্ষ্য নেয়া হবে বলে জানান তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী।