Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ইউএনও’র অভিযান জুয়া খেলার দায়ে ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় জুয়া খেলার দায়ে ও জুয়া খেলার স্থান করে দেয়ায় মার্কেট মালিকসহ ১০জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে মোবাইল কোর্ট। গতকাল বুধবার (১৬ জুন) রাত ৯ টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সহকারে উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজারে অবস্থিত মর্তুজা কমিউনিটি সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০জনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে জুয়া খেলার দায়ে দেবপাড়া ইউনিয়নের জালালসাফ গ্রামের আব্দুল খালিকের ছেলে আব্দুল বাছিত (৪৮), হাবিবুর রহমানের ছেলে ফয়জুর রহমান (৬০), বৈঠাখাল গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে মালা মিয়া (৩১), মৃত ছত্তার মিয়ার ছেলে সেলিম মিয়া (৪১), ভানুদেব গ্রামের মৃত সঞ্জব উল্লাহ’র ছেলে আবুল মিয়া (৬২), আব্দুল হকের ছেলে আইনুল হক (২৬), গহরপুর গ্রামের আলকাছ উল্লার ছেলে ছানু মিয়া (৪৭), সাদুল্লাপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে মিলন মিয়া (৩০), হৈবতপুর গ্রামের সঞ্জব আলীর ছেলে ইউনুস আলী (৩৮)কে জুয়া আইনে ১ মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। এবং জুয়া খেলার স্থান করে দেয়ায় মার্কেট মালিক ফুটারচর গ্রামের গোলাম মর্তুজার ছেলে জাবেদ মিয়া (৪০) কে ২ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।