Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে ৫টি পোল্ট্রি ও লেয়ার ফার্ম

স্টাফ রিপোর্টার ॥ হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে এখনো অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে আসছে ৫টি পোল্ট্রি ও লেয়ার ফার্ম। এ বিষয়ে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসক বরাবরে আবেদন করা হয়েছে। এর আগে চলতি বছর ১ এপ্রিল প্রতিকার চেয়ে ওই এলাকার আনিসুর রহমান আদিলসহ তিন ব্যক্তি জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করেন। ওই রিটের শুনানি শেষে এই রুল জারি করেন আদালত। একইসঙ্গে তাদের কার্যক্রমের ওপর তিনমাসের নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।’ এ রিট মামলার বিবাদীগণ গত ১০ জুন হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে কোয়ালিটি কোম্পানীর চেয়ারম্যান কায়সার রহমান আপিল করেন। পিটিশন আপিল নং-১০২৯/২০২১। রিভিও শুনানী শেষে মহামান্য আপিল বিভাগ তা গ্রহণ করেননি। মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ বহাল রাখেন। কিন্তু হাইকোর্ট বিভাগের আদেশ আমলে না নিয়ে এইচ এন্ড এইচ এগ্রো লিমিটেডসহ ৫টি পোল্ট্রি ও লেয়ার ফার্ম অবৈধভাবে এখনো বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যা দেশের সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য ও অমাননার শামিল। জানা যায়, মাধবপুর উপজেলার কমলপুর, গোপীনাথপুর, হরিণখোলা ও কালিকাপুর গ্রামে কোয়ালিটি ফিড লিমিটেডের সহযোগি ব্যবসায়িক প্রতিষ্ঠান এইচ এন্ড এইচ এগ্রো লিমিটেড এবং ভিন্ন নামে ৬টি মেগা পোল্ট্রি ও মেগা লেয়ার ফার্ম পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রাণি সম্পদ অধিদপ্তরের অনুমোদন না নিয়েই অবৈধভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এতে ওই গ্রামগুলির পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে ওই এলাকার আনিসুর রহমান আদিল হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং-১১০৬/২০২১ইং মামলা করেন। মামলায় আদালত ওই সব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের আদেশ দিলেও তারা কর্ণপাত করছে না। ফলে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসক বরাবরে গতকাল ১৬ জুন আবেদন করা হয়। আবেদনটি করেন ওই এলাকার আনিসুর রহমান আদিল।