Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইকরাম-সুজাতপুর-বাজুকা সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে স্মারকলিপি

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলাভুক্ত হবিগঞ্জ শহরের উত্তরদিকে খোয়াই নদীর পাড় থেকে ইকরাম-সুজাতপুর হয়ে বাজুকা পর্যন্ত সড়কটি দীর্ঘদিন যাবৎ ভাঙ্গাচোরা অবস্থায় থেকে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়ায় দ্রুত সংস্কারের দাবিতে, সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নাগরিক আন্দোলনের উপদেষ্টা এডভোকেট জুনায়েদ আহমেদ, সভাপতি পীযূষ চক্রবর্তী, সাধারন সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, সহ-সভাপতি শাহ আশিকুর রহমান, সহ-সভাপতি হুমায়ুন খান, দক্ষিণ বানিয়াচং উপজেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ মোতাকাব্বির খান আক্কাস, যুগ্ম আহবায়ক মোঃ আলকাস মিয়া, সদস্য সালাউদ্দিন খান, সুজাতপুর বাজার কমিটির সভাপতি শুভ আহমেদ মজলিস, সুজাতপুর বাজার মসজিদ কমিটির সভাপতি মোঃ মোজাম্মেল, শ্রমিক নেতা সুমন মিয়া ও কৃষক নেতা আব্দুস সালাম, আর ও উপস্থিত ছিলেন সম্মিলিত নাগরিক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ সোহরাব খান, সদস্য সৈয়দ আজহারুল হক বাকু, গোলাম সরোয়ার জাহান লিটন ও কামরুজ্জামান ইমরান। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জনগুরুত্বপূর্ণ এই সড়কটির ভাঙ্গাচোরা অবস্থার কারণে সংশ্লিষ্ট এলাকায় বহুদিন ধরেই স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ-বিক্ষোভের দানা বাঁধছে, জনদুর্ভোগ আরও দীর্ঘায়িত হলে এ বিক্ষোভ গণবিস্ফোরণে রূপ নিতে পারে। স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক বলেন, চলাচলের অনুপযোগী জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কারের জন্য আমি এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে যথাযথ উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আপনাদের স্মারকলিপিটি প্রেরণ করব।