Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জাংক ফুড ও খোলা খাবার পরিহার বিষয়ে এডভোকেসি সভা ও প্রচারণা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জাংক ফুড, পথ খাবার এবং খোলা খাবার পরিহার করা বিষয়ে সচেতনতামূলক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১৩জুন) সকাল ১১টায় জেলা সদর হাসপাতালের কনফারেন্স রুমে এই সচেতনতামুূলক এডভোকেসি সভার আয়োজন হয়। সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কমিশনার ও প্যানেল মেয়র শেখ সুমা জামান, ওয়ার্ড কমিশনার শফিকুর রহমান সিতু, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ কলিম উল্লাহ শিকদার, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট নিখিল রঞ্জন শর্মা, মোঃ ইউসুফ সরকার, মোঃ মেজবাহ উদ্দিন প্রমুখ। লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ৪নং প্যাকেজের এল এন্ড এইচ ই পি এস ২০-২১ এবং আজমীর ইন্টারন্যাশনাল কনসালটিং ফার্মের সহযোগিতায় এ এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম এবং কমিউনিটির বিভিন্নস্থরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বিসিসির বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও জাংক ফুড, স্টিট ফুড এবং খোলা জায়গায় খাবার সংক্রান্ত বিষয়ে শহরে গাড়ী দিয়ে জনসচেতনতামূলক প্রচারণা করা হয়।