Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বশিরা রিভার স্কিম পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়ান্ত্রনাধীন হাওর এলাকার বন্যা ব্যবস্থাপনা ও জীবন যাত্রার মান উন্নয়ন প্রকল্পের আওতায় আজমিরীগঞ্জের বশিরা রিভার স্কিম পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
হবিগঞ্জ জেলার আজমীরিগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়ন, বানিয়াচং উপজেলার মুরাদপুর ও পৈলারকান্দি ইউনিয়ন এবং কিশোরগঞ্জ জেলার মিটাইমন উপজেলার বৈরাটি ইউনিয়ন ও অষ্ট্র-গ্রাম উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়ন নিয়ে এই কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে গতকাল শনিবার কাকাইলছেও মমচান ভুইয়া দাখিল মাদ্রাসায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জোনের পিইও মোঃ ইনামুর রহমান, ঢাকা জোনের ডিইও ডঃ মোঃ জাহিদুল ইসলাম, হবিগঞ্জ জোনের আইডিসি মোঃ মুখলেছুর রহমান, উপ-পরিদর্শক সাধন কুমার, আশরাফুল ইসলাম প্রমুখ। সভায় তোফায়েল ভুইয়াকে সভাপতি, সিদ্দিকুর রহমানকে সাধারণ সম্পাদক, মনসুর খানকে কোষাধ্যক্ষ, জয়নাল আবেদীনকে সহ-সভাপতি ও আতাউর সিকদারকে সহ-সাধারণ সম্পাদক সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, ৫টি ইউনিয়নের ৭টি দলের ২৮ জন কর্মকর্তা ৭ হাজার সদস্যের প্রতিনিধিত্ব করছেন। এই ২৮ জন কর্মকর্তার ভোটে ১২ সদস্য বিশিষ্ট কমিটির কর্মকর্তারা নির্বাচিত হন।