Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

এক্সপ্রেস ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রমজান মাসে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। গতকাল সোমবার মন্ত্রিসভার সভায় তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ১০ রমজানের পর থেকে স্কুল-কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রস্তাব দিলে প্রধানমন্ত্রী রমজানের শুরু থেকেই ছুটি ঘোষণার নির্দেশ দিয়ে বলেন, প্রয়োজনে গ্রীষ্মকালীন ছুটি কমিয়ে এনে পুরো রমজান ছুটি থাকুক। মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তবে এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিগগিরই বসে সিদ্ধান্ত নেব।
এদিকে পবিত্র রমজান মাসে সব সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্ত্বশাসিত ও আধা স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। মন্ত্রিপরিষদ বৈঠকে এ সময়সূচি অনুমোদন করা হয়। অফিসকালীন যোহরের নামাজের জন্য বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত পনের মিনিট বিরতি থাকবে। অবশ্য সুপ্রিম কোর্ট ও ব্যাংক-বীমা প্রতিষ্ঠানগুলো তাদের সুবিধা মতো অফিসসূচি নির্ধারণ করতে পারবে।