Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ লাখাইয়ে প্রতিষ্ঠিত হবে শিল্প কারখানা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবু জাহির বলেছেন-আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর লাখাইর রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, হাসপাতালসহ সব কিছুর উন্নতি সাধিত হয়েছে। অচিরেই লাখাই একটি মডেল উপজেলা হবে। তাই লাখাইকে আর অবহেলিত জনপদ বলা যাবে না। তিনি বলেন আমি সংসদে দাঁড়িয়ে লাখাই হবিগঞ্জের সমস্যার কথা বলি। বলভদ্র নদীর ব্রীজের কাজ শেষ হলে লাখাইর চেহারা পরিবর্তন হয়ে যাবে। লাখাইয়ে প্রতিষ্ঠিত হবে শিল্প কারখানা। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন। আবার আওয়ামীলীগ সরকারই ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে। লাখাই উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদকে সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতাকালে এম.পি আবু জাহির এসব কথা বলেন। শনিবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সমীর দাশের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ শওকত আলী ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোর্শেদ কামাল চৌধুরী। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা জিয়া কলেজের অধ্যক্ষ দীন ইসলাম, প্রধান শিক্ষক আব্দুর রহমান, সহকারী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সেলিম বাহার প্রমূখ।