Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা ও উপজেলা প্রশাসনের ৩য় শ্রেণীর কর্মচারীদের ৮ ঘন্টা কর্মবিরতি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও ৮টি উপজেলা কার্যালয়ের সকল ৩য় শ্রেণীর কর্মচারীরা গতকাল সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্বেও ৩য় শ্রেণীর কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণ না হওয়ায় এ কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা থেকে সকল কর্মচারী জেলা প্রশাসকের কার্যালয়ের চারপাশে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করেন । পরে সমাবেশে বক্তব্য দেন, হবিগঞ্জ জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি মো. আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মো. নজীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা, তাদের দাবী আদায় না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারী দেন। এর আগে কর্মচারীরা পহেলা জুন থেকে ৩ ঘন্টা কর্মবিরতি পালন করে। এদিকে পূর্নদিবস কর্মবিরতির ফলে জেলা প্রশাসক কার্যালয়ের সকল কাজকর্ম বন্ধ রয়েছে। এতে দূর্ভোগে পড়েছে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ও অফিসে আগত লোকজন।