Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দেশের ১৬.০৫ শতাংশ লোক মানসিক রোগী

স্টাফ রিপোর্টার ॥ দেশের ১৬.০৫ শতাংশ লোক কোন না কোন ভাবে মানসিক রোগী। তবে তাদেরকে মাইকো থেরাপি দিলে তা অনেক কার্যকর হয়। গতকাল রবিবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরুল্লাহ সাইকোথেরাপী ইউনিট এর উদ্যোগে ৫দিন ব্যাপি মানসিক স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধনকালে এই তথ্য জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মোসাম্মৎ নাজমা বেগমের সভাপতিত্বে ও সাংবাদিক শাহ ফখরুজ্জামান এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. নাছির উদ্দিন ভূইয়া। বক্ততা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চিকিৎসা মনোবিজ্ঞানী সেলিনা পারভীন, সহকারি চিকিৎসা মনোবিজ্ঞানী ফারজানা সুলতানা নীলা ও শাহ সৈয়দ-উল-হাসান সাঈদ।
স্বাস্থ্য ক্যাম্পের ১ম ৪ দিন সামাজিক দক্ষতা প্রশিক্ষণ, রাগ ব্যবস্থাপনা, উদ্বেগ ব্যবস্থাপনা ও ব্যক্তিগত কাউন্সিল সেবা প্রদান করা হবে। ১৯ জুন সামপনী দিনে মানসিক স্বাস্থ্য বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।