Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাট সীমান্তে গুলিবৃদ্ধ করে মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের বাল্লা সীমান্ত এলাকায় ঘরে ঢুকে গুলি করে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি। ঘটনাটি ঘটছে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে। গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীর নাম আঃ কদ্দুছ (৩৫)। আহত কদ্দুছকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নায়েক হানিফের নেতৃত্বে একদল বিজিবি জোয়ান কদ্দুছের খোঁজে তার বাড়ীতে প্রবেশ করে ডাকাডাকি শুরু করেন। এ সময় কদ্দুছের স্ত্রী বাশের দরজা খুলে দিলে বিজিবি জোয়ানরা ঘরে প্রবেশ করে ঘুমন্ত কদ্দুছকে আটক করতে চেষ্টা চালায়। এ সময় বাড়ীর অন্যান্য সদস্যরা বাধা দিলে বিজিবি প্রথমে ২ রাউন্ড ফাঁকা গুলি করে। ওই গুলি টিনের চাল বেধ করে চলে গেলে বাড়ীর সদস্যরা আতংকে শোর-চিৎকার করতে থাকে। এক পর্যায়ে এলাকার লোকজন দৌড়ে কদ্দুছের বাড়ীর দিকে আসতে থাকলে বিজিবি আরো ২ রাউন্ড গুলি ছুড়ে। একটি গুলি কদ্দুছের পায়ে লাগে। অপর গুলিটি বিদ্ধ হয় সদ্য নির্মিতব্য ঘরের দেয়ালে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহত কদ্দুছকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। বাল্লা বিজিবি সুবেদার সামুসুজ্জাহির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কদ্দুছ সীমান্তের দাগী মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। ঘটনার দিন ঘর থেকে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।