Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলের পুটিজুরী মাছ বাজারের একটি দোকান ভেঙ্গে দিয়েছে জনতা

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের পুটিজুরী মাছ বাজারের একটি দোকান জনতা ভেঙ্গে দিয়েছে। এক প্রতিবাদ সভার পর এ ঘটনা ঘটেছে। দোকান মালিককে সমাজিকভাবে বয়কটেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবং তা কেউ লঙ্ঘন করলে জরিমানারও বিধান রাখা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বাহুবল উপজেলার নোয়াপাড়া গ্রামের হিরা মিয়ার পুত্র ফয়সল পুটিজুরী ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী, বিশিষ্ট মুরুব্বী শামছুদ্দিন তারা মিয়া সহ ১১ ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। এর প্রতিবাদে গতকাল শনিবার বিকেল ৩টা থেকে পুটিজুরী ইউনিয়নবাসীর উদ্যোগে প্রতিবাদ সভাবেশ অনুষ্ঠিত হয়। পুটিজুরী ইউপি চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমান শফিক-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়বে আমির মাওলানা নেজাম উদ্দিন, সাবেক এমপি মরহুম দেওয়ান ফরিদ গাজীর পুত্র শাহনেওয়াজ মিলাদ গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সিহাব উদ্দিন শাকিব, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী, জেলা এলডিপি’র সভাপতি সৈয়দ খলিলুর রহমান, সামছুদ্দিন তারা মিয়া ও হাজী খুদরত উল্লা প্রমুখ।
সভার শেষ পর্যায়ে রাত ৯টার দিকে উপস্থিত জনতা বিক্ষুব্ধ হয়ে ফয়সলের দোকান ঘরটি ভেঙে দেয়। অপরদিকে, সভায় ফয়সলদের সামাজিক ভাবে বয়কটের সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী তাদের সাথে কেউ চলাফেরা, উঠা-বসা, ব্যবসা-বাণিজ্যসহ কোন প্রকার সম্পর্ক রাখতে পারবেন না। রাখলে দুই হাজার টাকা জরিমানা করা হবে।