Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরতলীর কাকিয়ারআব্দায় গাইড ওয়াল নির্মাণ ॥ ফুসে উঠেছে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর কাকিয়ার আব্দা গ্রামের খোয়াই নদীর বাঁধে গাইড ওয়াল নির্মাণ করায় ফুসে উঠেছে এলাকাবাসী। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে মোঃ শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি জেলা প্রশাসক বরাবরে এক অভিযোগ ও করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের শহরতলী কাকিয়ার আব্দা, এড়ালিয়া, পূর্ব অনন্তপুর, পূর্ব মাহমুদাবাদ, উত্তর তেঘরিয়া, ইনাতাবাদ, অনন্তপুর, মাছুলিয়াসহ এলাকাবাসী খোয়াই নদীর তীরে গড়ে উঠা চরে বৈশাখ মাসের ধান শুকানো ও খেলার মাঠ হিসাবে ব্যবহার করে আসছেন। কিন্তু সম্প্রতি ওই স্থানে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক গাইড ওয়াল নির্মাণ করার ফলে এলাকাবাসী ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই কারণে এলাকাবাসী ফুটে উঠেছে। গতকাল সোমবার ১৭ এপ্রিল এলাকাবাসীর পক্ষে শহিদুল ইসলাম নামে একজন এ ব্যাপারে জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ করেন। এ সময় জেলা প্রশাসক বিষয়টি সুষ্ট সমাধানের আশ্বাস দেন। অপর দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। তিনিও এলাকাবাসীকে বিষয়টির সুষ্ট সমাধানের আশ্বাস দেন।