Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দু’জনকে ১ লক্ষ টাকা অর্থদন্ড

মাধবপুর প্রতিনিধি ॥ অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হবিগঞ্জ মাধবপুর উপজেলায় দু’জনকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা অর্থদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (১১ মে) দুপুরে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইন গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা। জরিমানাপ্রাপ্ত দু’জন হলেন-তোফাজ্জল হোসেন (২৫) ও মোঃ হাসান (২৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইন গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় ওই দুই ব্যক্তিকে ৫০ হাজার করে ১ লক্ষ অর্থদ- প্রদান করা হয়। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা বলেন এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।