Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মোহনপুরে কুড়িয়ে পাওয়া শিশুর দায়িত্ব নিলো সমাজসেবা অধিদপ্তর

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর থেকে কুড়িয়ে পাওয়া শিশুর দায়িত্ব নিচ্ছে সমাজসেবা অধিদপ্তর। গত দুই দিন ধরে ওই শিশুর ঔষুধ, দুধসহ খাদ্যসামগ্রী সমাজসেবার পক্ষ থেকে হাসপাতালে দেয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার দেখা গেছে, সমাজসেবা অফিসের পক্ষ থেকে হাসপাতালে কুড়িয়ে পাওয়া জোসনা বেগম ও নার্সদের হাতে উল্লেখিত সামগ্রী তুলে দেয়া হয়। গত ৪ মে সকাল ১০টার দিকে ওই নবজাতককে ড্রেনের মাঝে পড়ে থাকতে দেখে ওই এলাকার ভাড়াটিয়া মৃত রমজান মিয়ার স্ত্রী জোসনা আক্তার তাকে পানি নিষ্কাষনের ড্রেন থেকে উদ্ধার করে পরিষ্কার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেন। তিনি বলেন, ‘আমি বাজারে মাছ কেটে জীবিকা নির্বাহ করি। আমার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। যদি ওই নবজাতকের পিতা-মাতা না পাওয়া যায় তবে আমিই ওই নবজাতককে লালন পালন করব।’ এদিকে এ বাচ্চাকে দত্তক নিতে আগ্রহ জানিয়েছেন সমাজসেবা অধিদপ্তরের নিকট। তবে সেখান থেকে জানানো হয়েছে, আবেদন করলে আইনগতভাবে আগ্রহীদেরকে আবেদনের মাধ্যমে দেয়া হবে। ততদিন পর্যন্ত তাদের হেফাজতেই থাকবে শিশুটি।