Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে হবিগঞ্জ জেলা বামজোটের বিক্ষোভ কর্মসূচী

প্রেস বিজ্ঞপ্তি ॥ চাল-ডাল-তেল-পেয়াজসহ নিত্যপণ্যের দাম কমাও। বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনী ব্যাবস্থা গ্রহণ কর। ঈদের আগে সকল শ্রমিক কর্মচারীর বেতন বোনাস পরিশোধ কর- দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ জেলা বামজোট গতকাল ৬ মে বৃহস্পতিবার খোয়াই ব্রীজ চত্বরে দুপুর ২ টায় বিক্ষোভ কর্মসূচী পালন করে। বক্তব্য রাখেন কমরেড হাবিবুর রহমান, পীযূষ চক্রবর্তী, এডঃ জুনায়েদ আহম্মেদ, শফিকুল ইসলাম। উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন- উদীচী সাবেক সভাপতি আজমান আহমেদ, সিপিবি নেতা আহাদ মিয়া, বিষ্ণু সরকার, জেলা উদীচীর সহ-সাধারণ সম্পাদক জয়দ্বীপ সাহা, শ্রমিকনেতা আব্দুল জব্বার, ইসমাইল হোসেন মিন্টু, শরাফত উল্লা, জাহেদ হোসেন প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন- আওয়ামীলীগ ধনিক শ্রেণির সরকার। শ্রমজীবী মানুষের জীবন মান উন্নয়নে তাদের কোন উদ্যোগ নেই। করোনাকালীন সময়ে শ্রমজীবী মানুষের আয় রোজগার নেই বললেই চলে। অথচ সরকার ১ মাসের খাদ্য সামগ্রী ও নগদ ৫ হাজার টাকা শ্রমজীবী পরিবারের মাঝে দিতে ব্যর্থ হয়েছে। অনতিবিলম্বে রাষ্ট্রীয় কোষাগার থেকে শ্রমজীবী মানুষদের নগদ টাকা ও খাদ্য সামগ্রী দেয়ার দাবি জানানো হয়।