Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর স্বপ্ন আল্লাহর রহমতে বাস্তবায়ন হয়েছে-সৈয়দ মোঃ ফয়সল

স্টাফ রিপোর্টার ॥ সায়হাম গ্রুপের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন- ছোট কাল থেকে এলাকার গরীব দুঃখী মানুষের মুখে কিভাবে হাসি ফুটানোর স্বপ্ন দেখতাম। আল্লাহর রহমতে আমার স্বপ্ন বাস্তবে রূপ দিতে পেরেছি। সে লক্ষ্য বাস্তবায়নে অজপাড়া গ্রামে শিল্প প্রতিষ্ঠান গড়া শুরু করি, এতে এলাকার বেকার মানুষের কর্মসংস্থান হয়। মহান আল্লাহপাকের অশেষ মেহেরবাণীতে অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আর এসব শিল্প প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে। এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন করে যাচ্ছি। শিক্ষার উন্নয়নে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। শীত মৌসুমে হাজার হাজার শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করে যাচ্ছি প্রতি বছর। গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিবছর মেডিকেল ক্যাম্পে আয়োজন করা হয়। অন্ধ নিবারণে প্রতি বছর হাজার হাজার দুঃস্থ ও গরীব মানুষের চক্ষু চিকিৎসা ও ফ্রি ছানী অপারেশন করানো হয়। প্রতি বছর রমজান মাসে অসহায় গরীব মানুষগুলো যাতে ইফতার করতে পারে সে ব্যবস্থাও করেছি। আমি মৃত্যুর পূর্ব মূহূর্ত পর্যন্ত গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করে যাব।
নিজের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও ইফতার সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধনীকালে ভিডিও কনফারেন্সে বায়লাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্টান সায়হাস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল এসব কথা বলেন।
মাধবপুর পৌরসভা এবং উপজেলার ১১টি ইউনিয়ন, চুনারুঘাট উপজেলার পৌরসভা এবং উপজেলার ১০টি ইউনিয়ন এবং নাসিরনগর ও শাল্লা উপজেলার একাংশের অসহায় ও দরিদ্র ১৬ হাজার পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ১০ কেজি চাউল, তেল, সেমাই, ছানাবুট, ডাল, আলু ও খেজুর প্রভৃতি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সায়হাম টেক্সটাইল মিলের চেয়ারম্যান ও মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলহাজ্ব সৈয়দ মোঃ ইশতিয়াক আহমদ বক্তব্য রাখেন।