Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে বোরোর বাম্পার ফলন ॥ কৃষকের মুখে হাঁসি

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আগাম প্রাকৃতিক দূর্যোগ না থাকা এবং সময় সতর্কবার্তা কৃষকদের কাছে পৌছে যাওয়ার কারণে কৃষকরা তাদের কষ্টার্জিত ফসল ঘরে তুলতে পারছেন। এ বছর আজমিরীগঞ্জে মোট ১৫ হাজার ১শত ১০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে, তার মধ্যে সমতলে ৬ হাজার ৪শ ৮০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এছাড়া ঝুকিপূর্ণ ৮ হাজার ৬শ ৩০ হেক্টর অনাবাদী জমিতে ধান চাষ করা হয়েছে। উৎপাদিত ধানের লক্ষমাত্রা ধরা হয়েছে ৬৫ হাজার ৫৫ মেট্টিক টন। উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী হাওর অঞ্চলে প্রায় ৯০ শতাংশ ধান কেটে কৃষকরা ঘরে তুলেছে, আর সমতলে থাকা প্রায় ৭৫ শতাংশ ধান কাটা শেষ হয়েছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান এ প্রতিনিধিকে জানান, এখন পর্যন্ত সব মিলিয়ে ৮৫ ভাগ ধান কাটা হয়েছে। যদি আগামী এক সপ্তাহ বড় ধরণের কোন প্রাকৃতিক দূর্যোগ না হয় তাহলে শতভাগ ধান কেটে কৃষকরা ঘরে তুলতে পারবেন। করোনাকালীন সময়ে শ্রমিক সংকটের কারণে ধান কাটা নিয়ে কৃষকদের মাঝে এক অজানা শংকা ছিল। কিন্তু সকল শংকাকে দূর করে কৃষকরা ধান কাটে এবং কৃষি অধিদপ্তর থেকে দ্রুত ধান কাটা ও মাড়াইয়ের জন্য এবছর নতুন আরো ১২টি হার্ভেস্টার নতুন মেশিন দেওয়া হয়েছে, গত বছরে ছিল ৮টি মেশিন, সব মিলিয়ে ২০ টি মেশিনের সাহায্যে এ বছর হাওরে ধান কাটা হয়েছে।